রাজেন রায়, কলকাতা, ১৪ আগস্ট: ওয়ার্ক ফ্রম হোমের আশ্বাস দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা, ঘটনায় গ্রেফতার দুই। গুজরাট গ্যাংয়ের মূল পান্ডাকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এই চক্র সোশ্যাল মিডিয়ায় ডাটা এন্ট্রির জন্যে ওয়ার্ক ফ্রম হোমের বিজ্ঞাপন দিত। সেই বিজ্ঞাপনে উৎসাহী যুব সমাজ যোগাযোগ করলে তাদের কাজ শুরু করার আগে একটি এগ্রিমেন্ট পাঠানো হত। যেখানে কোম্পানির টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা থাকতো। সেই এগ্রিমেন্ট সাক্ষর করে পাঠানোর পরই তারা কাজ শুরু করতেন।
তবে কাজ শুরু করার পরে স্টাফদের তরফ থেকে যে ডাটা এন্ট্রি করা হত সেই ডাটা ভুল এন্ট্রি করা হয়েছে এই জানিয়ে উকিলের চিঠি পাঠানো হত এবং বহু পরিমাণ জরিমানা দাবি করতো এই সংস্থা। এই ভাবে প্রতিটি স্টাফের থেকে কয়েক লক্ষ টাকা হুমকি দিয়ে আদায় করতো এই অভিযুক্তরা বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশ সূত্রে খবর, ১৬ জুলাই এই ধরনের একটি অভিযোগ জমা পড়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায়। সেই তদন্ত শুরু করে ব্যাংক একাউন্ট ডিটেলস এবং আই পি এড্রেস খতিয়ে দেখে পুলিশ হানা দেয় গুজরাটের সুরাটে। সেখান থেকে চন্দনবাবু ভাই এবং ভাগানি চিন্তন ভারাতভাই কে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। তাদের কাছ থেকে দুটি মোবাইল, ৭টি ডেবিট কার্ড, একটা আধার কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। ৭ দিনের ট্রানজিট রিমান্ডে তাদের গতকাল কলকাতা নিয়ে আসা হয়েছে। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। এই চক্রের বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।