অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসলেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজের অতিথি অধ্যাপকরা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২২ ডিসেম্বর: রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে কর্মরত অতিথি অধ্যাপকদের স্যাক্টের আওতায় আনার দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্ট কালের জন্য ধর্নায় বসল বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক সংগঠনের সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবার হুমকি দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার জানিয়েছেন “স্যাক্ট” ( ষ্টেট এডেড কলেজ টিচার্স) বিশ্ববিদ্যালয়ের আওতায় আসে না। তাদের এই আওতায় আনতে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একাধিকবার উচ্চ শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করেও কাজের কাজ কিছুই হয়নি। এর পরও তারা কেন এধরনের আন্দোলনে বসলেন তা তাদের বোধগম্য হচ্ছে না।

২০০৯ সাল থেকে রায়গঞ্জ কলেজে অতিথি অধ্যাপক হিসেবে কাজ করছেন ২৪ জন। ২০১৫ সালে রায়গঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয়ের উত্তীর্ন হয়। বিশ্ববিদ্যালয়ের উত্তীর্ণ হলেও তাঁরা কাজ চালিয়ে যাচ্ছেন। রাজ্য সরকার অস্থায়ী এবং আংশিক সময়ের শিক্ষকদের জন্য “স্যাক্ট” ঘোষণা করেছেন। স্যাক্টের আওতায় অস্থায়ী শিক্ষক এবং চুক্তিভিত্তিক শিক্ষকরা এলেও অতিথি অধ্যাপকদের এর আওতায় আনা হয়নি। তাদের এই আওতায় আনতে অতিথি অধ্যাপক সংগঠন লাগাতর আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের তরফ তাদের এই আওতায় আনতে উচ্চশিক্ষা দপ্তরের কাছে প্রস্তাব পাঠালে সেই প্রস্তাবে সাড়া দেয়নি উচ্চশিক্ষা দপ্তর।

অতিথি অধাপকরা আর্থিক দিক থেকে বঞ্চিত হবার প্রতিবাদে আজ থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতর ধর্না শুরু করলেন। দাবি পূরন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবার হুমকি দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার দুর্লভ সরকার জানিয়েছেন, অতিথি অধ্যাপকরা স্যাক্টের আওতায় আসছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রতি সমব্যাথি। কেন তারা এধরনের আন্দোলনে নামলেন তা তাদের বোধগম্য হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *