অনেক চাপের মধ্যে সুখবর, নভেম্বর বাড়ল জিএসটি সংগ্রহের পরিমাণ, ছাড়ালো ১ লক্ষ কোটির গন্ডি

আমাদের ভারত,১ ডিসেম্বর:সেপ্টেম্বর-অক্টোবর মাসে মন্দার কারণে জিএসটি আদায় বেশ কিছুটা কমে ছিল। কিন্তু নভেম্বরে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এই খাতে আয়। ৩ মাস পর ১লক্ষ কোটি টাকার গন্ডি ছাড়ালো জিএসটি থেকে সংগ্রহের পরিমান। অক্টোবর থেকে ৬ শতাংশ বেড়ে জিএসটি থেকে সংগ্রহ হয়েছে ১.০৩ কোটি টাকা। গত বছর নভেম্বরে জিএসটি সংগ্রহের পরিমাণ ছিল ৯৭,৬৩৭ কোটি টাকা। অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে চলতি বছরে নভেম্বরে জিএসটি সংগ্রহের পরিমা১০৩৪৯২ কোটি টাকা।

সংগৃহীত অর্থের মধ্যে ১৯,৫৯২ কোটি টাকা কেন্দ্রে তহবিলে জমা পড়বে। ২৭১৪৪ কোটি টাকার রাজ্য গুলি পাবে। আন্তঃরাজ্য জিএসটি থেকে সংগ্রহ হয়েছে ৪৯০২৮কোটি টাকা। এছাড়া ৭৭২৭ কোটি টাকা সেস সংগ্রহ হয়েছে।

লাগাতার দুমাস ধরে পতনের পর অবশেষে নভেম্বরের বাড়লো জিএসটি সংগ্রহের পরিমাণ। ঘরোয়া জিএসটি সংগ্রহের পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ শতাংশ যা চলতি বছরের সর্বোচ্চ। আর্থিক বৃদ্ধির হার যখন তলানীতে, তখন জিএসটি থেকে আয় বাড়ায় খানিক স্বস্তি বলাই যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *