আমাদের ভারত, হুগলী, ১২ মে: গোষ্ঠী সংঘর্ষে উত্তাল ভদ্রেশ্বরের তেলিনিপাড়া। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। এলাকায় ব্যারিকেড করা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। বেশ কিছু দোকান ঘর ও বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ভাঙ্গচুর করা হয় বাইক এবং গাড়ি। পুলিশের গাড়িতে ভাঙ্গচুর চালানো হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কিন্তু সোমবার এবং মঙ্গলবার আবারও নতুন করে সংঘর্ষ শুরু হয় দফায় দফায়। মঙ্গলবার দুপুরে তেলিনীপাড়া ছাড়াও ভদ্রেশ্বর গেট বাজার সহ বিভিন্ন মহল্লায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বেশ কিছু দোকানে নতুন করে আগুন লাগিয়ে দেওয়া হয়। চলে ব্যাপক বোমাবাজি। পুলিশের গাড়ি লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। ভাঙ্গচুর করা হয় পুলিশের গাড়িও। একজন পুলিশ কর্মী সহ বেশ কয়েকজন আহত হয়। চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবিরের নেতৃত্বে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।