সাথী দাস, পুরুলিয়া, ২৭ জুন: অমরনাথ যাত্রায় রওনা দিলেন পুরুলিয়ার পুণ্যার্থীরা। ট্রেনে চাপার আগে তাঁদের শুভেচ্ছা জানালেন পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। বিশিষ্ট সমাজসেবী রতন লীলা সহ বিভিন্ন ক্ষেত্রের শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে উপস্থিত প্রায় ৬০ জন পুণ্যার্থীর হাতে বাক্স বন্দি শুকনো ফল ও অন্যান্য খাবার তুলে দেওয়া হয়। প্রত্যেককেই তিলক ও উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।
পুরুলিয়া স্টেশন চত্বরে অমরনাথ ধামের নামে জয় ধ্বনি তোলেন পুণ্যার্থীরা। এই ধরনের শুভেচ্ছা পেয়ে অভিভূত হন তাঁরা। আয়োজক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতির্ময় ব্যানার্জি বলেন, “এবারই প্রথম এইভাবে আয়োজন করা হয়েছিল। আমরা পুণ্যার্থীদের শুভেচ্ছা জানিয়ে পুন্যার্জন করলাম।”
জুন-জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। শেষ হয় জুলাই-আগস্ট মাসে গুরু পূর্ণিমার সময় ছড়ি মিছিলে। লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রায় যোগদান করেন।