Goa ! গোয়ার রাজ্যদিবসে অমিত শাহর শুভেচ্ছা

আমাদের ভারত, ৩০ মে: গোয়ার রাজ্যদিবসে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার অমিত শাহ টটুইটারে লিখেছেন, “গোয়ার বোন ও ভাইদের তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা। আগামী দিনে রাজ্য উন্নয়নের নতুন উচ্চতায় উঠুক। গোয়ার মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।“

গোয়া আয়তনের হিসেবে ভারতের ক্ষুদ্রতম এবং জনসংখ্যার হিসেবে ভারতের চতুর্থ ক্ষুদ্রতম অঙ্গরাজ্য। এটি ভারতের পশ্চিম উপকূলে কোঙ্কণ নামের অঞ্চলে অবস্থিত। গোয়ার উত্তরে মহারাষ্ট্র, পূর্ব ও দক্ষিণে কর্ণাটক এবং পশ্চিমে আরব সাগর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *