আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বুধবার সুকান্তবাবু এক্সবার্তায় লিখেছেন, “দেবশিল্পীন্ম হাভাগ দেবানাং কার্যসাধকঃ। বিশ্বকর্মন্নমস্তুভ্যং সর্বাভীষ্টপ্রদায়ক॥
বিশ্বকর্মার পূজার পবিত্র দিনে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। তাঁর আশীর্বাদে সকলের কর্মক্ষেত্র হোক সমৃদ্ধ, সফল ও সৃজনময়।”
অন্যদিকে শুভেন্দুবাবু এক্সবার্তায় লিখেছেন, “সকলকে জানাই স্থাপত্য, শিল্প, সৃষ্টির দেবতা, দেবশিল্পী শ্রীশ্রী বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”