আমাদের ভারত, ১৬ অক্টোবর: এনএসজি-র উত্থাপন দিবসে শুভেচ্ছা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
বুধবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “এনএসজি-র উত্থাপন দিবসে, আমি আমাদের এনএসজি কর্মীদের এবং তাঁদের পরিবারকে আমার উষ্ণ শুভেচ্ছা জানাই। ‘সর্বত্র সর্বোত্তম সুরক্ষা’-র মূলমন্ত্র অনুসারে, এনএসজি দ্রুত প্রতিক্রিয়া, কৌশলগত চমক, পারদর্শিতা এবং ত্রুটিহীন নির্ভুলতায় অসাধারণ দক্ষতার সাথে ধারাবাহিকভাবে জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করেছে।
এনএসজির যেসব সাহসী কর্মী কর্তব্যের সঙ্গে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের বাহবা জানাই।”