পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: বাংলাদেশে হিন্দুদের উপর নির্মম অত্যাচার ও নিপীড়নের প্রতিবাদে এবং হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ রবিবার বিকেলে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির ডেবরা ব্লক এর রাধামোহনপুর ১১/২ অঞ্চলের উদ্যোগে রাধা মোহনপুর বাজারে এক ঐতিহাসিক মহামিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার মানুষ। এদিন বিকেল ৫টা নাগাদ রাধা মোহনপুর স্টেশন থেকে এই মিছিল শুরু হয়। মিছিল শেষ হয় রাধা মোহনপুর স্কুলবাজার এলাকায়।
খোল-করতাল, জাতীয় পতাকা সহ প্রতিবাদী পোস্টার, ব্যানার, ফেস্টুন হাতে মিছিলে অংশগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। তাঁরা বলেন, বাংলাদেশে হিন্দু ভাই-বোনেদের উপর যে নির্মম অত্যাচার ও নিপীড়ন চলছে তারই প্রতিবাদে এই ঐতিহাসিক মহামিছিলের ডাক দেওয়া হয়েছে।