আমাদের ভারত, ৬ মার্চ:শ্রীনগরে গ্রেনেড হামলায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ঘটনায় কমপক্ষে কুড়ি জন আহত হয়েছে বলে জানা গেছে। রবিবার শ্রীনগরের একটি বাজারে সন্ত্রাসবাদীরা গ্রেনেড হামলা চালায় বলে খবর।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন সন্ত্রাসবাদীরা শ্রী হরি সিং হাই স্ট্রিটে মোতায়েন পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে। সপ্তাহের শেষ দিন রবিবার তাই স্বভাবতই রবিবারের বাজারে খুব ভিড় ছিল। সেই সময় সন্ত্রাসবাদীরা বাজারে হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বৃদ্ধের। তার নাম মহম্মদ আসলাম মাখদুমি। তিনি শ্রীনগরের বাসিন্দা। মৃতের বয়স ছিল ৭১ বছর। আহতদের সঙ্গে সঙ্গেই শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সিনিয়র পুলিশ আধিকারিক রাকেশ ভাওয়াল জানিয়েছেন সন্ত্রাসবাদীরা যখন গ্রেনেড নিক্ষেপ করে তখন ওখানে অনেক ভিড় ছিল। একজন ৭১ বছর বয়সী ব্যক্তি নিহত হয়েছেন এবং একজন যুবতীর আশঙ্কাজনক অবস্থা। আহতদের মধ্যে একজন পুলিশ কর্মীও আছেন। উর্দ্ধতন আধিকারিক সহ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছান। তারা এলাকাটিকে ঘিরে রেখেছেন। সন্ত্রাসবাদীদের খোঁজে জোড় তল্লাশি শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোন জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।