পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: খড়্গপুর গ্রামীণে মৃত বিজেপি কর্মীর বাড়িতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মৃত বিজেপি কর্মী শান্তনু ঘোড়াইয়ের মা। বার বার তাঁর একটাই প্রশ্ন, ‘এ বার আমরা কী নিয়ে বাঁচব?’
প্রসঙ্গত, গত ২৩ মার্চ পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকার এক ধানখেত থেকে উদ্ধার হয়েছিল বিজেপি কর্মী শান্তনু ঘোড়াইয়ের দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বিজেপির ও পরিবারের অভিযোগ, শান্তনুকে খুন করে ধান খেতে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। বাংলার শাসক দল তৃণমূলের দিকেই অভিযোগের আঙুল তোলে বিজেপি। মৃতের পরিবারকে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। সোমবার রাজ্যপাল মৃত বিজেপি কর্মীর বাড়িতে আসেন। তিনি বলেন, কী কারণে ওই কর্মী খুন হলেন তা অবশ্যই তদন্তসাপেক্ষ। আমি এখানে এসেছি সব কিছু খতিয়ে দেখতে। সাধারণ মানুষকে বিচার দেওয়াই আমার উদ্দেশ্য। সব অভিযোগ খতিয়ে দেখা হবে।
এই প্রসঙ্গে খড়্গপুর ২ নং ব্লকের পড়আড়া ৬/২ অঞ্চলের বাড়বাঁসি এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি সনাতন বেরা বলেন, একটি মৃত্যুকে নিয়ে মিথ্যা রাজনীতি করছে বিজেপি। শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। আমরা যে কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। আমাদের কোনো অসুবিধা নেই। সাংবিধানিক প্রধান হিসেবে রাজ্যপাল আসতেই পারেন, আমরা তাঁকে স্বাগত জানাচ্ছি। বিজেপি যে মৃত্যুকে নিয়ে মিথ্যাচার করছে, আমাদের নিরীহ ছেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে তার জবাবে সামনের নির্বাচনে এই এলাকার মানুষ বিপুল ভোটে জয়ী করবে আমাদের প্রার্থী দীপক অধিকারী তথা দেবকে।
সাংবাদিক বৈঠক শেষে তৃণমূলের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।