সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৮ ডিসেম্বর: ইতিমধ্যেই তাকে আচার্যের পদ থেকে বহিষ্কার করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নস এসএফআই। তিক্ত সেই অভিজ্ঞতার কথা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন রাজ্যপাল। একদিনের মধ্যেই তার জবাব পেয়ে ট্যুইটারে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।
এর আগেও বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি। সেই চিঠির জবাব না পেলেও এই চিঠির জবাব কিন্তু তিনি দ্রুততার সঙ্গে পেলেন। সম্প্রতি যাদবপুরের ঘটনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে রাজভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন রাজ্যপাল।
চিঠির জবাবে মুখ্যমন্ত্রী জানান, এটি শিক্ষা দফতরের বিষয়। রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন তিনি। তারপরই রাজ্যপালের টুইট প্রতিক্রিয়া, “গণতন্ত্রে এভাবেই একসঙ্গে চলতে চাই আমরা। আপনার প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, শিক্ষার সিস্টেমের উন্নতি হচ্ছে। আমি ভবিষ্যতের দিকে তাকাতে চাই।’