আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৮ নভেম্বর: মুর্শিদাবাদ জেলাতে আজ বুধবার ঝটিকা সফরে আসছেন সস্ত্রীক রাজ্যপাল জগদীপ ধনকর। বুধবার সকাল ১১:১৫টায় সস্ত্রীক রাজ্যপালের হ্যালিকপ্টার নামবে বহরমপুর ষ্টেডিয়ামে, তারপর সড়ক পথে কিরীটেশ্বরী মন্দির রওনা দেবেন এবং সেখানে পুজো দেবেন। পুজো দিয়ে ঐতিহাসিক শহর হিসেবে পরিচিত নবাব নগরী হাজারদুয়ারী প্রাসাদ পরিদর্শন করবেন এবং তারপরেই ইমামবারা ঘুরে দেখবেন। সফর শেষ করে বহরমপুর সার্কিট হাউসে দুপুরে মধ্যহ্ন ভোজন করবেন এবং তারপরেই তিনি হ্যালিকপ্টারে রওনা দেবেন দুপুর দুটো সময়।