অলোক ঘোষ, উত্তর ২৪ পরগনা, ৩০ অক্টোবর:
“ভারতীয় জনতা পার্টির সুপার সভাপতি হলেন জগদীপ ধনকর। এ রাজ্যে দিলীপ ঘোষ এক সভাপতি, তার উপরে সুপার সভাপতি হলেন ধনকর। ও আসলে রাজ্যপাল নয় ও বিজেপির এজেন্ট। দিলীপ ঘোষ এক পাগল, ঘরে বসে প্রেস করছে, ওর কথার উত্তর দেব না। আমরা মানুষের সঙ্গে থেকে কাজ করি। ঘরে বসে থাকি না। নাড্ডার উচিত দিলীপ ঘোষের সুচিকিৎসার ব্যাবস্থা করানো।” বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর ২৪ পরগনার হাবড়ায় জমা জল নিষ্কাশনের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।