“সাংবিধানিক রীতি পদ্ধতি মেনেই রাজ্যপাল কাজ করছেন,” নতুন নির্বাচন কমিশনার মনোনয়নে তৃতীয় নাম চাওয়া প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ মে: রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হিসাবে নাম মনোনয়নের জন্য, তৃতীয় নাম চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে আজ খড়্গপুরে প্রশ্ন করা হলে তিনি বলেন, “রাজ্যপাল নিয়ম অনুযায়ী কাজ করছেন”। তিনি আরো বলেন, সাংবিধানিক রীতি ও পদ্ধতি অনুযায়ী যেটা রয়েছে তা দেখাশোনা করা রাজ্যপালের কাজ, আর সেই কাজটাই উনি করছেন।

আজ মেদিনীপুর লোকসভার খড়্গপুর গ্ৰামীন বিধানসভা এলাকার বড়কোলা গ্ৰাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত এলাকা জফলা গ্ৰামে পানীয় জলের সংকট দূর করতে সাংসদ দিলীপ ঘোষের সাংসদ তহবিলের টাকায় সাবমার্সিবল পাম্পের উদ্বোধন করা হয়। এই পাম্পের মাধ্যমে প্রায় কয়েকশো পরিবার উপকৃত হবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী তপন ভুঁইঞা, সমাজসেবী বুদ্ধদেব পলমল সহ অন্যান্য বিশিষ্টরা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *