আমাদের ভারত, ১ নভেম্বর: এক মাসের জন্য উত্তরবঙ্গ সফরে গেছেন রাজ্যপাল। আর সেখানে গিয়েই রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করলেন জগদীপ ধনখড়।শিলিগুড়ি সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে তিনি দার্জিলিং-এর জেলা শাসক ও পুলিশ সুপারকে একরকম হুঁশিয়ারি দিয়ে বলেন, আগুন নিয়ে খেলবেন না। আইন আপনাকে ছাড়বে না। রাজনৈতিক দলের হয়ে কাজ করা বন্ধ করুন।
এদিন রাজ্যপাল বলেন, “আমার কাছে রিপোর্ট এসেছে উত্তরবঙ্গের সরকারি কর্মীরা রাজনৈতিক দলের অনুগত। দার্জিলিঙে এসপি ডিমকে বলছি রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না। আগুন নিয়ে খেলবেন না। আইন আপনাকে ছাড়বে না। আমলাদেরও একই কথা বলছি।”
এছাড়াও রাজ্যপাল বলেন, কোভিড প্রমাণ করে দিয়েছে এরাজ্যের স্বাস্থ্যব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পের প্রকাশ্যে বিরোধিতা করেছে রাজ্য। সংকটের সময় আয়ুষ্মান ভারত প্রকল্প গ্রহণ করা উচিত ছিল রাজ্য সরকারের। এই দূরদর্শিতার অভাবে ভুগছেন এই রাজ্যের মানুষ।
অন্যদিকে, রাজ্যপালের এই বক্তব্যের সমালোচনা করে তৃণমূল সাংসদ সৌগত রায় দাবি করেছেন, রাজ্যের হাতে আয়ুষ্মান প্রকল্পের চেয়ে অনেক ভালো প্রকল্প রয়েছে, কৃষকদের হাতেও টাকা পৌঁছে দেওয়া হয়েছে। কেন ওঁর কথা শুনে চলবেন ডিএম এস পিরা? তার অভিযোগ পাহাড়ে গিয়ে ষড়যন্ত্রের চেষ্টা করছেন রাজ্যপাল।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হন রাজ্যপাল। এক মাস তিনি পাহাড়ে থাকবেন। বিমল গুরুংয়ের রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত পাওয়ার পরই পাহাড় ফের উত্তপ্ত হয়ে উঠেছে। ইতিমধ্যেই বিমল গুরুং ও বিনয় তামাং-এর অনুগামীদের মধ্যে চাপানউতোর শুরু হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের একমাসের উত্তরবঙ্গ সফরকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।