নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ জুলাই: রাজ্যে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ। শুধু তাই নয়, বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যাও। সোমবার এক ভিডিও বার্তায় এমনটাই জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। তাপরেই করোনা সুরক্ষা বিধি মেনে রাজ্যের বাসিন্দাদের রাস্তায় নামার পরামর্শ দিলেন।
বর্তমান সময়ে অনেক মানুষ অফিসে যাচ্ছেন। তাদের সুরক্ষার কথা প্রথমে নিজেদের মাথায় রাখতে হবে। সমস্ত সরকারি নিয়ম কানুন মেনেই কাজ করতে হবে বলে জানালেন রাজ্যপাল। পাশাপাশি তিনি আরও বলেন, আমার একটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব থেকেই আমি রাজ্যের মানুষকে সচেতন করছি।
প্রসঙ্গত, এর আগেও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ খুলে বিতর্কের সৃষ্টি করেছেন রাজ্যপাল। ফের করোনা নিয়ে মুখ খুললেন তিনি। যেখানে রাজ্যের শাসক দল বারবার দাবি করছেন রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই ভালো। মৃত্যুর সংখ্যাও কমেছে গত কয়েকদিন ধরে। সেই সময় করোনায় সংক্রমণ ও মৃত্যুর হার বেশি বলে ফের দাবি করলেন রাজ্যপাল।