আমাদের ভারত, ৩ জুন: মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যপাল টুইটারে লেখেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হননি তাঁদের হতাশ হওয়ার দরকার নেই। আশা করি শিক্ষক এবং অভিভাবকরা বিষয়টি বুঝে অবশ্যই পড়ুয়াদের যোগ্যতা অনুযায়ী তাঁদের সম্ভাবনা উপলব্ধি করতে সাহায্য করবেন।“
প্রসঙ্গত, মাধ্যমিকের কৃতী ছাত্র-ছাত্রী ও তাঁদের অভিভাবকদের, শিক্ষক ও স্কুলগুলিকে ইতিমধ্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠকে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকার প্রথম ১০টি স্থানে রয়েছেন ১১৪ জন পরীক্ষার্থী।

