চিন্ময় ভট্টাচার্য, আমাদের ভারত, ১৬ এপ্রিল: রাজ্যে লকডাউন কার্যকর করতে রাজ্যপাল যে আধাসেনা নামানোর প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাব ঘিরে তুঙ্গে উঠল রাজ্যপাল এবং তৃণমূলের সংঘাত। বিরোধ তীব্র করে রাজভবন ছেড়ে জগদীপ ধনকরকে রাজনীতিতে নামার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি, আধাসেনা নামানো জাতীয় কথা বলাটা তাঁর সাংবিধানিক এক্তিয়ারে পড়ে না-বলেও জানিয়ে দিয়েছেন তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
করোনা সংক্রমণের অনেক আগে থেকেই রাজ্যের আইন-শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এবার রাজ্যে লকডাউন মোকাবিলায় রাজ্য প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে আধাসেনা নামানোর দাবি জানিয়েছেন তিনি। বুধবার রাজ্যপাল টুইট করেছেন, ‘করোনা সংক্রমণ রুখতে লকডাউন মেনে চলা উচিত। পুলিশ ও প্রশাসন সামাজিক দূরত্ব বজায় রাখতে পুরোপুরি সফল হচ্ছে না। তাদের বেরিয়ে যাওয়ার রাস্তা দেখিয়ে দেওয়া হোক। সেই সঙ্গে আধাসেনাকে পরীক্ষা করে দেখা হোক লকডাউন কার্যকর করতে পারে কিনা।’
এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জবাবে টুইট করেন, ‘রাজ্যপাল জগদীপ ধনকর, আপনি আইনের ঊর্ধ্বে নন। আধাসেনা মোতায়েন নিয়ে আপনার পরামর্শ অপ্রত্যাশিত, অবাঞ্ছিত, সাংবিধানিক নয়। রাজ্যপাল হিসেবে আপনার অতিসক্রিয়তার তত্ত্বের কোনও স্থান সংবিধানে নেই।’ এছাড়া তৃণমূলের বিভিন্নস্তরের নেতারা সমালোচনার সুরে বলেছেন, জগদীপ ধনকরের রাজভবন ছেড়ে রাজনীতিতে নামা উচিত।
জবাবে বৃহস্পতিবার রাজ্যপাল বলেন, প্রতিক্রিয়া না-দিয়ে কাজ করুন। এদিন তিনি টুইট করেন,’এখন আর সমালোচনার সময় নয়। লকডাউন লঙ্ঘনকারী ও অসাধু কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সময়। শক্ত হাতে তাদের রাশ টানতে হবে। লকডাউনের নির্দেশিকা সাড়া ফেলেছে। ১০০ শতাংশ দিন।’