আমাদের ভারত, কলকাতা, ৫ মার্চ: পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি বা সিপিডিআর পশ্চিমবঙ্গ কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় সভাপতি দয়াময় বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দয়াময় বিশ্বাস জানান, মানবাধিকার কর্মী জয়দেব দাসকে পুলিশ মিথ্যা মামলায় গ্রেফতার করেছে। পাশাপাশি জয়দেব দাসের স্ত্রী ও মা কেও পুলিশ গ্রেফতার করে রেখেছে। অবিলম্বে জয়দেব দাসকে মুক্তির দাবি সহ বিভিন্ন দাবিতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন মানবাধিকার কর্মীরা। রাজ্যপালের কাছে তারা ডেপুটেশন জমা দেয়।