সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১ এপ্রিল: আজ থেকে জেলাজুড়ে শুরু হলো দুয়ারে সরকার শিবির। জেলার সমস্ত ব্লকে, প্রত্যন্ত অঞ্চলে এই শিবিরের আয়োজন করা হয়েছে বলে জেলা শাসক কে রাধিকা আইয়ার জানিয়েছেন।
আজ থেকে জেলাজুড়ে ৪১৫৭টি শিবির পরিচালিত হবে।জেলার প্রত্যন্ত অঞ্চলের জন্য ১৮৪১টি ভ্রাম্যমাণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। জেলার ২২টি ব্লক ও তিনটি পৌরসভায় আয়োজিত শিবির চলবে ১০ তারিখ পর্যন্ত।
আজ সকালে জেলার ইন্দপু্র, রানীবাঁধ এলাকায় শিবির পরিদর্শনে আসেন জেলাশাসক স্বয়ং। এলাকার শবর অধ্যুষিত গ্ৰামে আয়োজিত শিবিরে তিনি উপস্থিত উপভোক্তাদের সাথে কথা বলেন।
এদিকে বার বার দুয়ারে সরকার শিবির করায় কটাক্ষ করেছে বিজেপি।বিজেপি বিধায়ক নিলাদ্রী দানা কটাক্ষ করে বলেন, তৃণমূলের আমলে মানুষ সরকারি অফিসে গিয়ে কোনো পরিষেবা পায়নি, সেই জনরোষ সামাল দিতেই দুয়ারে সরকার পরিকল্পনা। সেটাও আবার ফলপ্রসূ হয়নি।শিবিরে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কাজ হয়নি। এটা আমার কথা নয়, শিবিরে গিয়ে এর প্রমাণ পাওয়া যাবে।