স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ মার্চ: বকেয়া মহার্ঘ ভাতার দাবি নিয়ে রাজ্যের পাশাপাশি নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে সরকারি কর্মচারীরা বিক্ষোভ ও ধর্মঘট করেন। রানাঘাট আদালতের কর্মচারীরা এই মহার্ঘ ভাতার দাবি নিয়ে আদালত চত্ত্বরে কর্মবিরতির ডাক দিয়ে ধর্মঘট করেন।
আরও জোরালো হচ্ছে সরকারি কর্মচারীদের আন্দোলন। দাবি আদায়ের জন্য আন্দোলনের সুর এবার সপ্তমে উঠেছে। বকেয়া ডিএ-র দাবিতে শুক্রবার রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ ধর্মঘটের ডাক দিয়েছে। এদিন শহরে দুটি সংগঠনের তরফে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। একটি যৌথ সংগ্রামী মঞ্চের তরফে। অন্যটি বাম ইউনিয়ন নিয়ন্ত্রিত জয়েন্ট ফোরাম অব ট্রেডার্স ইউনিয়নের তরফে। ধর্মঘট সফল করার দাবিতে পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করে দুই সংগঠন। এদিকে ডিএ-র দাবিতে এই আন্দোলনে পাশে দাঁড়াচ্ছে বিজেপি শিবিরও।
এদিকে তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের সংগঠন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে ধর্মঘটকে কর্মনাশা ও উন্নয়ন বিরোধী আখ্যা দিয়ে ধর্মঘট ব্যর্থ করার ডাক দেওয়া হয়েছে। একসঙ্গে দুটো বিক্ষোভ হচ্ছে। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের প্রতি আবেদন জানানো হয়েছে, তাঁরা যেন এই কর্মবিরতির ডাককে প্রত্যাখ্যান করেন। এদিকে দেখা গেছে শিক্ষকদের মধ্যে অনেকে আবার ধর্মঘটের সমর্থনে দাঁড়িয়েছে আবার একাংশ ধর্মঘটের বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূলের পক্ষ নিয়েছে।
ধর্মঘটকারীদের মধ্যে বিনয় ঘোষ বলেন, আমাদের এই দাবি সরকার না মানলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবো।