আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৮ ফেব্রুয়ারি: রাজ্য সরকার ভিক্ষার দান হিসেবে ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছে, এই অভিযোগ তুলে প্রতিবাদে আন্দোলনে নামল জলপাইগুড়ি শ্রমিক কর্মচারী ও শিক্ষকদের যুক্ত মঞ্চ ১২ জুলাই কমিটি। শুক্রবার শহরের বাবু পাড়ার কর্মচারী ভবন থেকে যুক্ত মঞ্চের আহ্বানে জেলাশাসক দফতরের সামনে মিছিল করে হাজির হয় নেতা কর্মীরা।
এরপর জেলা শাসকের দফতরে আন্দোলনকারীরা ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। যদিও বিশাল পুলিশ বাহিনী আন্দোলনকারীদের জেলাশাসক দফতরের মূল গেটে আটকে দেয়। সেখানেই রাস্তায় বসে বিক্ষোভে সামিল হলেন নেতা কর্মীরা। যুক্ত মঞ্চের দাবি, রাজ্য জুড়ে প্রত্যেক জেলায় এই প্রতিবাদ কর্মসূচি হচ্ছে। দুপুর ২টো থেকে চারটে পর্যন্ত অবস্থান বিক্ষোভ হচ্ছে। রাজ্য সরকারের কাছে দশ দফা ও কেন্দ্র সরকারের কাছে পনেরো দফা দাবি তুলে এদিনের প্রতিবাদ।
দাবি গুলির মধ্যে রয়েছে জেলাশাসক সহ বিভিন্ন দফতরের হাজার হাজার শূন্যপদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করে পূরণ করতে হবে শূন্যপদ। কেন্দ্রীয় হারে বকেয়া সহ ৩৫ শতাংশ মহার্ঘভাতা, মহার্ঘ রিলিফ অবিলম্বে প্রদান করা সহ বিভিন্ন দাবি তোলা হয়। যুগ্ম আহ্বায়ক ১২জুলাই কমিটি বাণীব্রত সাহা বলেন, “একাধিক দাবি নিয়ে আন্দোলন। পুলিশ আটকানোর চেষ্টা করে। পুলিশ পুলিশের কাজ করছে, তাঁদেরও ডিএ বাকি। আমাদের শক্তি ছিল ব্যারিকেড ভেঙ্গে দেওয়ার কিন্তু আমরা তা করিনি। রাজ্য জুড়ে অবস্থান বিক্ষোভ চলছে।”