পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জানুয়ারি: শুক্রবার সবং এক নম্বর ব্লকের দেভোগ বেনেদিঘি জনকল্যাণ হাই স্কুল এবং দু’নম্বর ব্লকের নওগাঁ মালপাড় হাই স্কুলে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছিল।
এদিন বেনেদিঘি জনকল্যাণ হাই স্কুলের শিবির পরিদর্শনে গিয়ে সবংয়ের বিডিও মাণিক সিংহ মহাপাত্র ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স শিবিরের সূচনা করেন। শিবিরে আগত মানুষদের সঙ্গে কথা বলার পর তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমস্ত দপ্তরকে এক জায়গায় নিয়ে এসে সাধারণ মানুষের সামনে হাজির করানো জন্য ধন্যবাদ জানান। দুয়ারে সরকার শিবিরে মানুষের পরিষেবায় এক নম্বর ব্লকের দেভোগ অঞ্চলের জন্য ৯টি এবং ২ নম্বর ব্লকের নওগাঁ অঞ্চলের জন্য ৭টি মোবাইল ভ্যানের ব্যবস্থা করা হয়েছিল।