অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১৪ ফেব্রুয়ারি: জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর গাড়িতে জঙ্গি হামলায় শহিদ সেনাদের আত্মার শান্তির কামনায় কালা দিবস পালন করল গোপীবল্লভপুরের রিভারফিল্ড ক্লাব। মঙ্গলবার সকালে গোপীবল্লভপুরের বড়বাজার এলাকার নেতাজী স্মৃতি সংঘের শহিদ বেদিতে মাল্যদান, মোমবাতি জ্বালিয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনটি পালন করেন ক্লাবের সদস্যরা। উপস্থিত ছিলেন, গোপীবল্লভপুর থানার এএসআই স্বদেশ প্রমাণিক।
উল্লেখ্য, ২০১৯ সালের আজকের দিনে জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর গাড়িতে জঙ্গিদের আরডিএক্স হামলায় নিহত হন দেশের ৪০ জন সেনা সদস্য। সেই থেকে এই দিনটি কালা দিবস হিসাবে পালন করে আসছে রিভারফিল্ড ক্লাব।