অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১ সেপ্টেম্বর: ভয়ঙ্কর বজ্রাঘাতের সাক্ষী থাকল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের সিজুয়া গ্রাম। মঙ্গলবার সকাল থেকে চলা ঝড় বৃষ্টির মাঝে দুপুরে হটাৎ করে বজ্রপাত হয়। এর ফলে সিজুয়া গ্রামের একটি গাছ পুড়ে গেছে। এছাড়া দুটি বাড়ির অ্যাসবেস্টস এর ছাউনি ভেঙ্গে গেছে। ক্ষতিগ্রস্ত বাড়ি দুটির মালিকের নাম শিবপদ বারিক এবং ভক্তিপদ বারিক। ঘরে লোকজন থাকলেও বজ্রপাতের ফলে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ওই দুটি বাড়ির ছাউনি উড়ে যাওয়ার পাশাপাশি বাড়িতে থাকা বৈদ্যুতিন আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে।


