অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২২ জুলাই:
পাচার চক্রের খপ্পড়ে পড়ে হারিয়ে যাচ্ছে শৈশব। শিশুদেরকে অপহরণ করে ভিন দেশ, রাজ্যে পাচার করে দিয়ে মোটা টাকা উপার্জন করেন পাচার করীরা। তাই শিশু পাচার রুখতে বিভিন্ন জায়গায় প্রচার শুরু করল গোপীবল্লভপুর থানার পুলিশ। যার নাম দিয়েছেন অপারেশন আনন্দ ৩ বা অপারেশন স্মাইল।
বৃহস্পতিবার গোপীবল্লভপুর বাজার এলাকার বিভিন্ন জায়গায় পুলিশের আধিকাররা মানুষজনকে সচেতন করেন। হারিয়ে যাওয়া শিশুদের কিভাবে ফিরিয়ে আনা যাবে বা সেই সময় কি কি করতে হবে তা মানুষজনকে বুঝিয়ে বলেন পুলিশ আধিকাররা। শিশু হারিয়ে গেলে শিশু কল্যাণ নম্বর ১০৯৮–এ সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে বলেন। এদিনের সচেতনতামূলক শিবিরে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার এএসআই স্বদেশ প্রামাণিক, এলএস আই তনুশ্রী বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
পুলিশ আধিকারা বলেন, “শিশু হারিয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অপারেশন স্মাইল আপনার শিশুটিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে।”
দিনের পর দিন দেশজুড়ে বাড়ছে শিশু অপহরণ এবং শিশুদের হারিয়ে যাওয়ার মত ঘটনা। কিছু অসাধু ব্যক্তিদের হাতে প্রায়ই নিষ্পাপ শিশুরা অপহৃত হয়ে চলেছে। পরবর্তী সময়ে সেই শিশুরা বাধ্য হচ্ছে অপরাধমূলক কাজ করতে। পাশাপাশি ভিড়ের মধ্যে কিংবা বাবা মায়ের অসাবধানতাবশত আদরের ছোট্ট শিশু হারিয়ে যায়। তাই হারিয়ে যাওয়া এই শিশুদের উদ্ধার এবং তাকে সমাজের মুল স্রোতে ফিরিয়ে আনার জন্য সরকারের রয়েছে ‘অপারেশন আনন্দ’ নামে একটি কর্ম পরিকল্পনা। আর সেই অপারেশন আনন্দ কর্মপরিকল্পনা সফল করতে বৃহস্পতিবার গোপীবল্লভপুর থানার পক্ষ থেকে হল সচেতনতা শিবির।

