স্বরাষ্ট্র মন্ত্রকের বিচারে রাজ্যের মধ্যে সেরা গোপীবল্লভপুর থানা

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩০ আগস্ট:
স্বরাষ্ট্র মন্ত্রকের বিচারে রাজ্যের মধ্যে ২০২০ সালের সেরা থানার মর্যাদা পেল গোপীবল্লভপুর থানা। শনিবার ব্যারাকপুরে স্টেট পুলিশ একাডেমিতে গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জির হাতে এই স্বীকৃতির শিরোপা তুলে দেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। ঝাড়গ্ৰাম জেলার থানা হিসাবে গোপীবল্লভপুর থানা এবছরের শ্রেষ্ঠত্বের শিরোপা পাওয়ার ঝাড়গ্ৰাম জেলা পুলিশ থেকে শুরু করে গোপীবল্লভপুর থানার আধিকারিক এবং কর্মীদের মধ্যে খুশির হাওয়া। এবিষয়ে ঝাড়গ্ৰাম জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, সারা বছর ধরে বিভিন্ন কাজের নিরিখে কেন্দ্রের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই করোনা পরিস্থিতিতে গোপীবল্লভপুর থানা একটি সীমান্তবর্তী থানা হওয়ায় প্রচুর গুরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ প্রথম লকডাউনের সময় যখন পার্শ্ববর্তী রাজ্য ওড়শা এবং ঝাড়খন্ড দিয়ে কাতারে কাতারে পরিযায়ী শ্রমিক গোপীবল্লভপুর থানা এলাকা দিয়ে রাজ্যে প্রবেশ করেছেন তখন প্রশাসনের সহযোগিতায় শ্রমিকদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা থেকে যাবতীয় ব্যবস্থা করেছে গোপীবল্লভপুর থানা। পাশাপাশি গ্রামে গ্রামে করোনা সচেতনতা কিংবা লকডাউন সফল করা সবকিছুতে সাফল্যের সাথে ভূমিকা পালন করেছে গোপীবল্লভপুর থানা। তাই অভিজ্ঞ মহলের মতে গোপীবল্লভপুর থানা তার কাজের সঠিক মর্যাদা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *