অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২ মে: আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে গোপীবল্লভপুর থানার পুলিশের উদ্যোগে গোপীবল্লভপুর সুপার স্পেশালিট হাসপাতালে নার্সদের সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় গোপীবল্লভপুর থানার আই সি সুদীপ ব্যানার্জির নেতৃত্বে এস আই তারক মণ্ডল, এএস আই তপন ঘোষ, স্বদেশ প্রামাণিক ও অন্যান্য পুলিশ কর্মীরা গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের নার্স এবং স্বাস্থ্যকর্মীদের হাতে মিষ্টির প্যাকেট দিয়ে সম্মান জানান। করোনা মহামারীর জেরে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন স্বাস্থ্য কর্মীরা তাই তাদের মনোবল বাড়তে পুলিশের এই উদ্যোগ।