অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ জুলাই:
বাংলার নব রূপকার তথা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী চিকিৎসক ডঃ বিধান চন্দ্র রায়ের জন্মদিন ও মৃত্যুদিন ১ জুলাই তাই এই দিনটি জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে রাজ্যে জুড়ে।
সেই মতো বুধবার রাষ্ট্রীয় চিকিৎসা দিবস পালিত হল গোপীবল্লভপুরে। আজ গোপীবল্লভপুর থানার উদ্যোগে গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের বিএমওএইচ ডঃ জয়দীপ মাহাত, গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডঃ সুভঙ্কর কয়াল ও অন্যান্য চিকিৎসকদের হাতে পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট তুলে দিয়ে সম্মান জানালেন গোপীবল্লভপুর থানার সেকেন্ড অফিসার এসআই পার্থসারথি দে।