অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ মে:
প্রশাসনিক কাজের পাশেও যে তাদের অন্য রূপ আছে তা গোপীবল্লভপুর থানার পুলিশ আর একবার দেখাল। সমাজ সেবায় এক অনন্য নজির স্থাপন করল তারা।
করোনা ভাইরাস মোকাবিলার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে দেশজুড়ে চলছে লকডাউন। স্তব্ধ যোগাযোগ ব্যবস্থা। দেশকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে সাধারণ মানুষকে গৃহবন্দি থাকতে বলা হয়েছে। জঙ্গলমহলের বেশিরভাগ মানুষ দিন আনে দিন খায়। কিন্তু লকডাউনের জেরে দুবেলা ঠিকমত খাবার জোটাতে সমস্যায় পড়ছেন অনেকে। ঠিক এমনই এক চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরে।এখানে অনেকেই অটো চালিয়ে দিন কাটাতেন। কিন্তু লকডাউনের ফলে অটো চালানো বন্ধ। তাই গোপীবল্লভপুরের সমস্ত অটো চালকদের পাশে দাঁড়াল গোপীবল্লভপুর থানার পুলিশ।
রবিবার গোপীবল্লভপুর ১ নং ব্লকের ৮০ টি অটো চালকের হাতে চাল, আলু, পেঁয়াজ, সরষের তেল, মুড়ি, কাঁচা সবজি ও কিছু ভুসিমালের সামগ্রী তুলে দিল গোপীবল্লভপুর থানার পুলিশ। গোপীবল্লভপুরে থানার কাছে সাহায্য পেয়ে খুশি অটো চালকরা।