অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ জুলাই:
চলতি সপ্তাহে ফের দুদিন লকডাউন। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ২৩ জুলাই বৃহস্পতিবার ও ২৫ জুলাই শনিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন কার্যকরী হয়েছে রাজ্যের সব জেলাজুড়ে। তাই বুধবার বিকেলে মাইকিংয়ের মাধ্যমে সেই প্রচার করছেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার পুলিশ।
এদিন লকডাউন পর্বে সমস্ত সরকারি, বেসরকারি অফিস, অটো রিস্কা, যাত্রী পরিবহন, দোকান বাজার সমস্ত কিছু বন্ধ থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান, কুটির শিল্পে ছাড় দেওয়া হয়েছে। এই লকডাউন পর্বে সকলেই বাড়িতে থাকুন। এই নির্দেশ যে অমান্য করবে তার বিরুদ্ধে পুলিশ আইনত ব্যবস্থা নেবে।

