অমরজিৎ দে, ঝাড়গ্রাম,১০ ডিসেম্বর: দাঁতাল হাতির তাণ্ডবে জেরবার ঝাড়গ্রাম। শুক্রবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের তপোবনের জঙ্গলে বড়শোল এলাকায় একটি দাঁতাল হাতি দাপিয়ে বেড়ায়। হাতিটি ৯ নম্বর রাজ্য সড়কের উপর দীর্ঘক্ষণ দাপিয়ে বেড়াতে থাকে, যার ফলে নয়াগ্রাম- গোপীবল্লভপুর রাস্তায় যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায়। সেই সঙ্গে হাতিটি মাঠে থাকা পাকা ধান নষ্ট করেছে বলে অভিযোগ চাষিদের।
যেভাবে হাতিটি জঙ্গল থেকে লোকালয়ে খাবারের সন্ধানে ঢুকে পড়ছে তাতে এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানা গিয়েছে। রাতে এলাকায় চলাফেরা করার ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতিকে উত্তপ্ত করতে নিষেধ করেছে বনদপ্তর। বন দফতরের পক্ষ থেকে জানানো হয় হাতিটির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে।