অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৯ আগস্ট: করোনা ভাইরাসের সংক্রমন কোনও ভাবেই ঠেকাতে যাচ্ছে না ঝাড়গ্রাম জেলায়। তাই সরকারি লকডাউনের বিধি নিষেধ মানার পাশাপাশি নিজেদের সুরক্ষার কথা ভেবে লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল গোপীবল্লভপুর ব্যবসায়ী সমিতি।
আজ ঝাড়গ্রামে জেলার গোপীবল্লভপুর বাজারের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গোপীবল্লভপুর বাজার এলাকায় জোরদার মাইকিং করা হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ২০, ২১ ও ২৭ আগস্ট সম্পূর্ণ লকডাউন রয়েছে তবে গোপীবল্লভপুরের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আগামী ২০ থেকে ২৭ আগষ্ট পর্যন্ত টানা লকডাউন পালন করতে চান। এর জন্য তারা আজকে মাইকিংয়ে জানিয়েছেন গোপীবল্লভপুর বাজারের সমস্ত দোকানপাট বন্ধ থাকবে শুধুমাত্র জরুরী পরিষেবার জন্য ওষুধ দোকান খোলা থাকবে। এই নিয়ম যাতে গোপীবল্লভপুর এর সাধারণ মানুষ মেনে চলেন তার জন্য অনুরোধ করা হয়েছে। এই বিষয়টি তারা গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কে জানিয়েছেন।