অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ জানুয়ারি: গোপীবল্লভপুরের মতো প্রত্যন্ত গ্রামীণ এলাকার শিক্ষিত যুবক যুবতীদের সরকারি চাকরির পরীক্ষায় পারদর্শী করে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল গোপীবল্লভপুর ১ ব্লক ও পঞ্চায়েত সমিতি। শুক্রবার স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিনে হলো ব্লক পঞ্চায়েত সমিতির একটি ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচি। যা থেকে আগামী দিনে ব্লক প্রশাসনের একাধিক দক্ষ আধিকারিক ও শিক্ষকদের দেওয়া হবে প্রশিক্ষণ। যাতে অংশ নেবেন ব্লকের শিক্ষিত যুবক যুবতীরা।
শুক্রবার গোপীবল্লভপুর ১ ব্লক অফিসের অডিটোরিয়াম হলে এই ক্যারিয়ার কাউন্সেলিং কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্ৰাম জেলা এক্সচেঞ্জ অফিসার অরুণাভ দত্ত,
গোপীবল্লভপুর ১ ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র, যুগ্ম বিডিও নাজিমুল হক, জেলাপরিষদের সদস্য চাঁদমারি হেমরম, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্যরঞ্জন বারিক, কর্মাধ্যক্ষ রঞ্জিত মহাকুল। এদিনের কর্মসূচিতে উপস্থিত যুবক যুবতীদের সামনে আগামী দিনে সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় সফল হওয়ার চাবিকাঠি সম্পর্কে আলোচনা করেন।