অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ আগস্ট: গোপীবল্লভপুর থানার পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া বাইক ফিরে পেলেন বাইকের মালিক। পুলিশের ভূমিকায় খুশি গোপীবল্লভপুরবাসী।
উল্লেখ্য, গোপীবল্লভপুর বাজার এলাকার বটতলা চকের অসিত দাস নামে এক ব্যক্তির একটি হন্ডা সাইন বাইক গত ১৩ আগস্ট রাতে তার বাড়ি থেকে খোয়া যায়। ঘটনার পরের দিন বাড়িতে রাখা বাইক না পেয়ে গোপীবল্লভপুর থানার দ্বারস্থ হন অসিতবাবু। ঘটনার পর তদন্তে নেমে বুধবার বাইকটি উদ্ধার করে গোপীবল্লভপুর থানার পুলিশ।
পুলিশ সুত্রে খবর, থানা এলাকার কমলাশোল চক থেকে বাইকটি উদ্ধার হয়। পরে এদিন বাইকের মালিকের হাতে পুলিশের পক্ষ থেকে বাইকটি তুলে দেওয়া হয়।গোপীবল্লভপুর থানার তৎপরতায় হারিয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে খুশি বাইকের মালিক সহ গোপীবল্লভপুরের সাধারণ বাসিন্দারা।