অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ আগস্ট: জঙ্গল মহলের প্রত্যন্ত গ্রামে ওড়িশা সীমান্তে সোনারীমারা আদিবাসী অধ্যুষিত গ্রামের সোনারীমারা প্রাথমিক বিদ্যালয় ও সোনারীমারা জুনিয়র হাইস্কুল মিলিয়ে শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করেন। রোদবৃষ্টিতে গ্রামগুলো থেকে যাতায়াতের অসুবিধে হয়। তাই সোনারীমারা প্রাথমিক বিদ্যালয়ের ৭৫জন শিক্ষার্থীর হাতে ছাতা এবং কিছু শিক্ষা সামগ্রী তুলে দেন গোপীবল্লভপুর মানবিক সংগঠন এবং দিগন্তের দিশারী সামাজিক সংগঠন। সাথে উনারা, তিথি ভোজনের আয়োজন করেন। পাশাপাশি এই বর্ষার মৌসুমে মশা বাহিত রোগের হাত থেকে রক্ষা করতে সোনারীমারা জুনিয়র হাইস্কুলে ৩৫জন ছাত্রছাত্রীর হাতে মশারি তুলে দেন দুটি সংগঠনের সদস্যরা। এখানেও তিথি ভোজনের আয়োজন করা হয়।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানবিক সংগঠনের শিবশংকর বেরা, দীপক কুমার বাড়ি, সুমন বেরা, রঞ্জিত দাস, রাজীব পট্টনায়ক এবং দিগন্তের দিশারী সামাজিক সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ধ্রুবেন্দু মাহাত এবং পূর্ণচন্দ্র টুডু।