গুগল ডুডলে শ্রদ্ধা সত্যেন্দ্র নাথ বসুকে

আমাদের ভারত, ৪ জুন: গুগল শনিবার একটি ডুডলের মাধ্যমে ভারতীয় পদার্থবিদ ও গণিতজ্ঞ সত্যেন্দ্র নাথ বসুকে শ্রদ্ধা জানিয়েছে।

১৯২৪ সালের ৪ জুন, তিনি আলবার্ট আইনস্টাইনের কাছে তাঁর কোয়ান্টাম সূত্রগুলি পাঠিয়েছিলেন। কণাগুলির গণনার ওপর ভিত্তি কোয়ান্টাম পদার্থবিদ্যায় একটি উল্লেখযোগ্য আবিষ্কার হয়ে ওঠে। গুগল এভাবে সত্যেন্দ্রনাথ বোসের অবদান, বিশেষ করে কোয়ান্টাম পদার্থবিদ্যা আবিষ্কার উদযাপন করল।

প্রসঙ্গত, সত্যেন্দ্রনাথ বসুর (১লা জানুয়ারি ১৮৯৪ – ৪ঠা জুন ১৯৭৪) গবেষণার ক্ষেত্র ছিল গাণিতিক পদার্থবিজ্ঞান। তিনি আলবার্ট আইনস্টাইনের সঙ্গে যৌথভাবে বোস-আইনস্টাইন পরিসংখ্যান পেশ করেন, যা  পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে বিবেচিত হয়। ছাত্রজীবনে অত্যন্ত মেধাবী সত্যেন্দ্রনাথ কর্মজীবনে যুক্ত ছিলেন বৃহত্তর বাংলার চার শ্রেষ্ঠ শিক্ষায়তন ঢাকা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। সান্নিধ্য পেয়েছেন  রবীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্লচন্দ্র রায়, মারি ক্যুরি প্রমুখ মনীষীর।

আবার অনুশীলন সমিতির সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক ও স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবীদের সঙ্গে গোপনে যোগাযোগও রাখতেন দেশব্রতী সত্যেন্দ্রনাথ। কলকাতায় জাত সত্যেন্দ্রনাথ শুধুমাত্র বাংলায় 
বিজ্ঞানচর্চার প্রবল সমর্থকই ছিলেন না, সারা জীবন ধরে তিনি বাংলায় বিজ্ঞানচর্চার ধারাটিকেও পুষ্ট করে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *