আমাদের ভারত, আরামবাগ, ১৪ ফেব্রুয়ারি: একটি গোডাউনের সাটার ভেঙ্গে কুড়ি হাজার পেপসি ও আলুর বস্তা চুরি করে গোডাউনের দরজায় খরের বোঝা রেখে দিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর ব্লকের পচাখালি এলাকায়।
জানা গেছে, গতকাল রাতে পচাখালি এলাকায় একটি গোডাউনের শাটার ভেঙ্গে গোডাউনে থাকা মালপত্র চুরি করে চম্পট দেয় চোরেরা। গোডাউনের শাটার ভাঙ্গার জায়গাতে খরের বোঝা রেখে গিয়েছে চোরের দল। এরপর ব্যবসায়ী বিদ্যুৎ দে মঙ্গলবার সকালে যখন গোডাউন খুলতে আসেন তখন দেখতে পায় সাটারের পাশে খরের বোঝা রাখা রয়েছে। এরপর ঘরের বোঝা সরাতেই গোডাউনের মালিক দেখেন শাটার ভাঙ্গা। গোডাউনে থাকা প্রায় কুড়ি হাজার পেপসি ও আলুর ব্যাগ চুরি হয়ে যায় বলে জানায় ওই ব্যবসায়ী। যার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা। মালিক বিদ্যুৎ দে এই চুরির ঘটনা নিয়ে গোঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় তদন্তে নেমেছে গোঘাট থানার পুলিশ।