আমাদের ভারত, হাওড়া, ২১ এপ্রিল: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। ভারতেও সংখ্যাটা ১৮ হাজার পার করেছে। এই রাজ্যেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকলেও দেশের অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটা কম। করোনা মোকাবিলায় রাজ্যের বিভিন্ন হাসপাতালে রাতদিন এক করে কাজ করে চলেছেন চিকিৎসক থেকে নার্সরা। আর তাদের এই অক্লান্ত পরিশ্রমের মাঝেই করোনা পজিটিভ এক মহিলার সুস্থ সন্তানের জন্মগ্রহণে খুশির খবর তাদের মুখে হাসি ফোটাল।
জানাগেছে, তিনদিন আগে হাওড়া শিবপুরের বাসিন্দা করোনা পজিটিভ এক মহিলা ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে ভর্তি হয়। সোমবার রাতে সন্তান সম্ভবা ওই মহিলার প্রসব যন্ত্রণা উঠলে হাসপাতালের চিকিৎসকদের সহায়তায় মহিলা একটি সুস্থ সন্তানের জন্ম দেন। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর, বর্তমানে মা ও শিশু দুজনেই ভালো আছে। এদিকে করোনা চিকিৎসার মাঝে এই খবরে খুশি চিকিৎসক থেকে সিস্টাররা।