সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ মে: ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ৬ কোটি টাকার সোনা উদ্ধার করল বিএসএফ জওয়ারা। দুটি পৃথক ঘটনায় দুই পাচারকারী গ্রেফতার হয়েছে বিএসএফের জালে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার ভারত- বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলের। উদ্ধার হয়েছে ৭০টি সোনার বিস্কুট। যার ওজন প্রায় সাড়ে ১১ কেজি।
বিএসএফ সূত্রের খবর, এদিন কালো কাপড়ে মুড়ে সীমান্ত দিয়ে পাচার করা হচ্ছিল কয়েক কোটি টাকার সোনা। সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় একটি ট্রাক থেকে উদ্ধার হল সেই চোরাই সোনা। দু’টি পৃথক ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। বিএসএফ জানিয়েছে, দু’টি ঘটনায় মোট ১১.৬২ কিলোগ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ছয় কোটি টাকার বেশি। সোমবার পেট্রাপোলে যানবাহনে তল্লাশির সময় বিএসএফ জওয়ানরা একটি ট্রাকের চালকের আসনের তলায় কালো কাপড়ে মোড়া একটি প্যাকেট দেখতে পান। সেই প্যাকেট থেকে ৭০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ৯৮ লক্ষ টাকা। ওই ঘটনায় রাজ মণ্ডল নামে এক ট্রাকচালককে গ্রেফতার করা হয়েছে।
সোমবারই অন্য একটি ঘটনায়, একটি মোটর সাইকেলের আসনের নীচ থেকে কালো কাপড়ে মোড়া অবস্থায় চারটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় মাহরুফ মণ্ডল নামে মোটর বাইক আরোহীকে গ্রেফতার করা হয়েছে।