স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৭ আগস্ট:
অ্যাম্বুলেন্স চালকের সততায় কয়েক লক্ষ টাকার সোনা ও রূপার গয়না ভর্তি ব্যাগ ফেরত পেলো এক স্বর্ণ ব্যবসায়ী। গয়না সহ টাকার ব্যাগ রাস্তায় পড়ে গিয়েছিল। সেটি কুড়িয়ে পান এক অ্যাম্বুলেন্স চালক
সূত্রের খবর, নদিয়ার রানাঘাটের বাসিন্দা পেশায় স্বর্ণ ব্যবসায়ী বিশ্বজিৎ ধর সোমবার মোটর বাইকে করে কল্যাণী এলাকায় সোনার ও রূপার গয়না সরবরাহ করতে যাচ্ছিলেন। পথে কল্যাণীর কাছে জাতীয় সড়কে তার গয়না সহ ব্যাগটি বাইক থেকে পড়ে যায়। সেই সময় কল্যাণী হাসপাতালে রোগী নামিয়ে পুরসভার অ্যাম্বুলেন্স নিয়ে ফিরছিলেন শঙ্কর মুখার্জি নামের এক এম্বুলেন্স চালক। তিনি রাস্তায় ব্যাগটি পড়ে থাকতে দেখে সেটি তুলে নিয়ে এসে রানাঘাট পুরসভায় জমা দেন। পরে ব্যাগে থাকা নথি দেখে ওই স্বর্ণ ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে মঙ্গলবার তার হাতে গয়না সহ ব্যাগটি তুলে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স চালকের এহেন সততায় খুশি স্বর্ণ ব্যবসায়ী।

