সোনা পাচারের বাড়বাড়ন্ত হিলি সীমান্তে! বালুরঘাট থেকে নেটওয়ার্কিং কুখ্যাত পাচারকারীদের, বিএসএফের জালে ১০টি সোনার বিস্কুট

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৩ মার্চ: সোনা পাচারের বাড়বাড়ন্ত সীমান্ত শহরে। বালুরঘাটে বসেই নেটওয়ার্কিং কুখ্যাত পাচারকারীদের। বৃহস্পতিবার রাতে ৬৬ লক্ষ টাকার সোনা বিএসএফের হাতে আসতেই উঠে এসেছে হিলি ও বালুরঘাটের একাধিক পাচারকারীর নাম। ঘটনায় এক ক্যারিয়ার’কে বিএসএফ আটক করতে সক্ষম হলেও মূল পাচারকারীরা ইতিমধ্যেই গা ঢাকা দিয়েছে।

মোটর সাইকেলে করে পাচার করতে গিয়েই বিএসএফের হাতে দশটি সোনার বিস্কুট সহ ধরা পড়ে বিমান মন্ডল নামে হিলির ফতেপুরের বাসিন্দা। শুক্রবার সকালে এই ঘটনা সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে যায় গোটা দক্ষিণ দিনাজপুর জেলায়। ঘটনার পরেই ১০টি সোনার বিস্কুট সহ ওই পাচারকারীকে বালুরঘাট শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে ১৩৭ নম্বর বিএসএফ। পাশাপাশি এই ঘটনায় মূল চক্রীদের খোঁজে জোর তদন্ত শুরু করেছে বিএসএফ ও শুল্ক দফতর।

বিএসএফ সূত্রের খবর অনুযায়ী, ধৃত বিমান মন্ডল ওইদিন রাতে একটি মোটর বাইক নিয়ে হিলি থেকে বালুরঘাটের দিকে আসছিল। গোপন খবরের ভিত্তিতে শহরে ঢোকার মুখেই তাকে ঘিরে ফেলে ১৩৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা। যেখানেই তার কাছ থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার করেছে বিএসএফ। যার ওজন প্রায় ১ কেজি ২০০ গ্রাম। বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই সোনার মূল্য ৬৬ লক্ষ ১২ হাজার নয়শো সাত টাকা। একই সাথে এই ঘটনায় একটি মোটর বাইক, মোবাইল ফোন ও ভারতীয় ১০২০ টাকা উদ্ধার করেছে বিএসএফ। ওইদিন রাতেই ধৃত ব্যক্তিকে শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

এদিকে ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সীমান্তে সোনা পাচারের একাধিক তথ্য উঠে এসেছে বিএসএফের হাতে। যেখানেই নাম উঠে এসেছে বালুরঘাট ও হিলির বেশ কয়েকজন কুখ্যাত সোনা পাচারকারীর। বালুরঘাট শহরে নামি-দামি ফ্ল্যাট নিয়ে সেখানে বসেই চালাচ্ছিলেন এই পাচারের নেটওয়ার্কিং। এদিন ধৃতকে জিজ্ঞাসাবাদে এমনই তথ্য পেয়েছে বিএসএফ বলে সুত্রের খবর। শুধু তাই নয়, সোনা পাচার কারবারে নাম উঠে এসেছে হিলির বেশ কয়েকজন কুখ্যাত পাচারকারীর। যারা ইতিমধ্যে কিছু বৈধ ব্যবসা ও কিছু সংস্থার সাথে যুক্ত হয়ে পাচারকারীর তকমা ঘোচাতে চাইছে। শুক্রবার ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করে এই ঘটনার তদন্ত শুরু করেছে শুল্ক দফতর।

বালুরঘাট শুল্ক দফতরের সুপারিন্টেন্ডেন্ট শ্যামল কুমার বর্দ্ধন বলেন, গোপন খবর পেয়ে বিএসএফ এই সফলতা পেয়েছে। দশটি সোনার বিস্কুট সহ একজনকে আটক করে তাদের হাতে তুলে দিয়েছে। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা। এদিন ধৃতকে আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *