পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি: প্রতিদিন নতুন নতুন ব্র্যান্ডেড সোনার দোকানের উদ্বোধন হওয়ায় ব্যবসা হারাচ্ছে পুরনো দিনের সেই ছোটখাট সোনার দোকানিরা। আর সেই
ব্যবসাকে পুনরুজ্জীবিত করতে এবার “গোল্ড শপিং উৎসব ২০২৩” আয়োজন করলো পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুয়েলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। প্রায় দশ হাজার কুপনে তিনজন প্রতিযোগী পেল এক লক্ষ, পঞ্চাশ হাজার ও ২৫ হাজার টাকা। এরই সঙ্গে সান্তনা পুরস্কার পেল ১০১ জন প্রতিযোগী। সংস্থার পক্ষ থেকে এদিন বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হল একটি রেস্টুরেন্টে।
এই উৎসবের নিয়মাবলী অনুসারে গত অক্টোবর থেকে নভেম্বরের ১২ তারিখ পর্যন্ত এই খেলা চলে। গত নভেম্বরের ১৩ তারিখ এই খেলার ফলাফল ঘোষণা করা হয় সংস্থার পক্ষ থেকে।
আর সেই খেলায় প্রথম হয়েছে মেদিনীপুরের ক্রেতা সুনন্দা ঘোষ, যিনি পুরস্কার হিসেবে পেলেন এক লক্ষ টাকা। দ্বিতীয় সন্তু পাল যিনি পেলেন ৫০ হাজার টাকা, তৃতীয় হয়েছেন সৌভিক সেন যার পুরস্কার মূল্য ২৫ হাজার টাকা। এছাড়াও ১০১ জনকে দেওয়া হচ্ছে সান্তনা পুরস্কার।

প্রসঙ্গত উল্লেখ্য, ১০ হাজার কুপন ছাপানো হয়েছিল সংস্থার পক্ষ থেকে। যার মধ্যে ৭ হাজার বিক্রি হয়েছে এবং এই সংস্থার ৯৫ জন সদস্যের মধ্যে ৪৫ জন এই কুপন কিনেছিল, যার মধ্যে তিনজনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও ১০১ জনকে সান্তনা পুরস্কার দেওয়া হয়েছে।
এদিন মেদিনীপুর শহরের একটি রেস্টুরেন্ট থেকে এই পুরস্কারগুলো তুলে দেওয়া হয় বিজয়ীদের হাতে। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুয়েলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সম্পাদক অর্চিস সাহা, শিলাদিত্য কালী, সভাপতি প্রসেনজিৎ সাহা, সহ-সভাপতি অলোক কুমার কামিল্যা ও সুকুমার পান্ডব।
এদিন এই সংস্থার সম্পাদক অর্চিস সাহা বলেন, এই প্রথম বছর এই ধরনের গোল্ড উৎসব। মূলত বড় বড় ব্রান্ডের দোকান চলে আসায় ব্যবসা হারাচ্ছে ছোটখাটো সোনার দোকানিরা। তাই তাদের ব্যবসায় উৎসাহ দিতে আমাদের এই প্রয়াস। আগামী দিনে আমরা দুটো ইভেন্টে এই উৎসবের আয়োজন করব। তবে বহু ক্রেতা এবং দোকানি উৎসাহিত হয়েছে এই গোল্ড শপিং উৎসবে।

