স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ ডিসেম্বর: শান্তিপুরে শ্যামবাজার অ্যাক্সিস ব্যাঙ্কের সামনে প্রকাশ্য দিবালোকে অভিনব পদ্ধতিতে এক গৃহবধূর সোনার শাঁখা বাধাঁনো নিয়ে পালালো তিন যুবক।
গৃহবধূ মঞ্জুশ্রী প্রামানিক জানান, তিনি ডাকঘর থেকে ডাক্তার দেখিয়ে একা একা হেঁটে ফিরছিলেন শ্যামবাজারের বাড়ির উদ্দেশ্যে। অ্যাক্সিস ব্যাঙ্কের সামনে দুটি গাড়িতে থাকা তিন যুবক তাকে এসে বলে গতকাল এই এলাকায় ছিনতাই হয়েছে, কিছুক্ষণ আগেও এ ধরনের একটি দুর্ঘটনা ঘটেছে, আপনি আসুন স্যারের কাছে! আকাশী জামা পরিহিত লম্বা-চওড়া ওই ভদ্রলোককে দেখে মঞ্জুশ্রীদেবী ভাবেন, পুলিশেরই নজরদারি চলছে ওই এলাকায়। তাই রাস্তার পাশেই একটি দুধের দোকানের পাশে দাঁড়িয়ে থাকা অপর লম্বা চওড়া এক ব্যক্তি গৃহবধূর উদ্দেশ্যে বলেন, বাউটি খুলে ব্যাগের মধ্যে নিন। ওদেরই সাজানো অপর একজনকে আংটি খুলতে বাধ্য করেন আকাশী জামা পরিচিত ঐ ব্যক্তি। অপরজনকে আংটি খুলতে দেখে মঞ্জুশ্রী দেবী তাদের প্রশাসনের লোক বলেই মনে করেন। এরপর দ্বিতীয় ওই লম্বা-চওড়া ভদ্রলোক ভদ্রমহিলার ব্যাগ খুলে সোনার বাউটিটা কোথায় রেখেছেন তা দেখতে চান। ক্ষণিকের জন্য বুদ্ধিভ্রম হয়ে মঞ্জুশ্রী দেবী তাদেরকে দেখান বাউটি কোথায় রেখেছেন। এরইমধ্যে কখন যে সেটা গায়েব করে নিয়েছেন ওই ভদ্রলোক তা বুঝতেও পারেননি মঞ্জুশ্রী দেবী। এরপর তার এক পরিচিতকে গিয়ে এই ঘটনাটি জানালে, তিনি সাথে সাথে বলেন ওই বাউটি দুটো এখনো আছে কিনা ব্যাগে খুলে দেখতে। যথারীতি সেটা না খুঁজে পাওয়ায় দুর্ঘটনাস্থলে এসে পৌঁছান তার পরিবারের অন্য সদস্যরা। শান্তিপুর থানার পক্ষ থেকে এসআই অশোক বিশ্বাস পৌঁছে সমস্ত বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করেন। সামনেই অ্যাক্সিস ব্যাঙ্কের সিসি ক্যামেরার বাইরে ঘটেছে বলে জানা গেছে।
কাশ্যপপাড়া বা ওই এলাকার অন্য কোনও সিসি ক্যামেরায় এ ধরনের কিছু ছবি পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।