আমাদের ভারত, হাওড়া, ১১ অক্টোবর: ভরদুপুরে প্রকাশ্যে মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালানোর অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে বাগনানের জয়পুরের রাস্তায় কলসডিহিতে।
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে একটি বাইকে করে স্বামী স্ত্রী বাগনানের দিকে যাচ্ছিল। সেই সময় অন্য একটি বাইকে করে দুই দুষ্কৃতী বাগনানের দিক থেকে জয়পুরের দিকে আসছিল। অভিযোগ, কলসডিহির কাছে দুষ্কৃতীদের বাইক মহিলা থাকা বাইকের পাশে আসলে আচমকা এক দুষ্কৃতী মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নামে।
জয়পুর থানা সূত্রে খবর, ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।