আমাদের ভারত, ১৪ জুন : হাওড়ার আন্দুলের চুনাভাটিতে ফাঁকা ফ্ল্যাটের তালা ভেঙ্গে এক তরুণীর প্রায় ২০ লক্ষ টাকার সোনার গয়না ও নগদ দেড় লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, ফ্ল্যাটে একাই থাকেন ওই তরুণী।
আন্দুল রোড চুনাভাটির অশ্বিনী অ্যাপার্টমেন্টে ওই তরুণী থাকতেন।
সোমবার সকালে অন্যান্য দিনের মতোই অফিসে বেরিয়েছিলেন। দুপুরে বাড়ি ফিরেই জানতে পারেন সব ঘটনা। তালা ভেঙ্গে সব কিছু চুরি করে নিয়ে গেছে। নতুন ফ্ল্যাট কিনবেন বলে ঘরেই রাখা ছিল নগদ দেড় লক্ষ টাকা। এছাড়া আলমারিতে প্রায় কুড়ি লক্ষ টাকার সোনা রূপার গয়না ছিল। ঘরে ছিল দামী ল্যাপটপ। সবই চুরি গিয়েছে। স্বাভাবিকভাবেই ঘটনায় সর্বস্বান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন ওই তরুণী।