সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ ডিসেম্বর:২২টি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল বিএসএফ।বৃহস্পতিবার রাতে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার ভারত-বাংলাদেশ সীমান্তের গুনারমঠ এলাকা থেকে
বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা
সোনার বিস্কুট সহ পাচারকারীকে আটক করে।বিএসএফ জানিয়েছে, ধৃত পাচারকারীর নাম সুখদেব
বিশ্বাস। সে পুরাতন বনগাঁর বাসিন্দা।
বিএসএফ সূত্রের খবর, ওইদিন সুখদেব বিশ্বাস নামে ওইপাচারকারী সাইকেল চালিয়ে ফেন্সিংয়ের গেট দিয়ে গুনারমঠের রাস্তা দিয়ে আসছিল।সেই সময় টহলদারী
বিএসএফদের সন্দেহ হয়।বিএসএফ জওয়ানরা তাকে দাঁড়াতে বললে সে দ্রুত
পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জওয়ানরা তাকে আটক করে।সাইকেলে বাঁধা একটি চটের ব্যাগ থেকে উদ্ধার হয় ২২টিসোনার বিস্কুট।এরপর তাকে গ্রেফতার করে ক্যম্পে নিয়ে যায়।বিএসএফ জানিয়েছে এই ২২টি সোনার বিস্কুট
বাংলাদেশ থেকে চোরাই পথে ভারতে পাচার করছিল।যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড়কোটি টাকা।শুক্রবার বিএসএফ ২২টি সোনার বিস্কুট সহ
পাচারকারীকে ডিআরআই ইউনিটের হাতে তলে দেয়।