সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ অক্টোবর: ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে ছয়টি সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফ। যার ওজন প্রায় ৭০০ গ্রাম। বিএসএফ জানিয়েছে, বাংলাদেশ থেকে ওই সোনা আনা হয়েছিল। আটক করা হয় ৬টি সোনার বিস্কুট, যার বাজার মূল্য প্রায় ৪০ কোটি টাকা।
বিএসএফ সূত্রের খবর, শুক্রবার সন্ধায় বাংলাদেশি যাত্রীদের রুটিন তল্লাশি করার সময়, মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করার সময় আলমগীর মন্ডল নামে একজন পাসপোর্ট যাত্রীর কাছ থেকে উদ্ধার হয় ছয়টি সোনার বিস্কুট। বিএসএফ জানিয়েছে, টেপ দিয়ে মুড়িয়ে তার মলদ্বারে লুকিয়ে রাখা ছিল বিস্কুট গুলো। পরে বিএসএফ জওয়ানরা তাকে আটক করে সোনার বিস্কুটগুলি উদ্ধার করে।
ধৃত আয়নাল বাংলাদেশের পশ্চিম মরিচপোট্টি, পশ্চিম-চুরাইন, পিএস-নবাবগঞ্জ, ঢাকা জেলার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে আরও জানান যে, রঞ্জু মিঞা নামে ঢাকা শহরের একজন বাংলাদেশি তাকে সোনার বিস্কুট ভারতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। এরজন্য তিনি পাঁচ হাজার টাকা পাবে। ধৃতকে আজ বনগাঁ আদালতে তোলা হয়।

