সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ মার্চ: ভারত-বাংলাদেশ সীমান্তে থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ চোরাই সোনার বিস্কুট। যার আনুমানিক বাজার মূল্য দেড়কোটি টাকা। ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স রেভিনিউ (ডিআরআই)-এর অফিসাররা গোপন সূত্র খবর পেয়ে অভিযানে নামেন। বাংলাদেশ থেকে চোরাই পথে এ রাজ্যে হাতবদল হয়ে সোনার বিস্কুট ঢোকার সময় বাজেয়াপ্ত হয়। গ্রেফতার করা হয় দুই পাচারকারীকে। ধৃতদের নাম জহির হুসেন মোল্লা ও গিয়াসউদ্দিন মন্ডল। তারা পেট্রাপোল জয়ন্তীপুর এলাকার বাসিন্দা।
বিএসএফ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই গোয়েন্দা অফিসাররা ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তের জয়ন্তীপুর এলাকায় নজরদারি চালাচ্ছিলেন। মোটর সাইকেল নিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের আটক করা হয়। তার কাছ একটি ব্যাগ পাওয়া যায়। তাতে ২২ টি সোনার বিস্কুট পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাক।
তদন্তকারীরা জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে দুজনেই জানায় যে, তারা বাংলাদেশের যশোর জেলার করিম মন্ডলের কাছ থেকে সোনার বিস্কুট নিয়েছিল। বনগাঁর রাজু বিশ্বাস নামে এক ব্যক্তির কাছে পৌছে দেওয়ার কথা ছিল। এই কাজের জন্য তাদের ২০ হাজার টাকা পাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। এই দলে আরও অনেকে জড়িত আছেন বলে অনুমান গোয়েন্দাদের।

